• ⭐⭐ মুজিববাদ মুক্তি পাক ⭐ জঙ্গিবাদ-মৌদুদীবাদ নিপাত যাক ⭐⭐ ⭐⭐ Get rid of Mujibism ⭐ Let Militantism and Maududiism die ⭐⭐

পরিষদের সাংগঠনিক অবকাঠামো সংখ্যার তাৎপর্য

★প্রধান উপদেষ্টা ০১(এক)জনঃ

এই একক সংখ্যাটি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে একক ভাবে সর্বদা স্বরণ করিয়ে দেবে।অর্থাৎ বাঙালী জাতি তথা আমরা বঙ্গবন্ধু-শেখ হাসিনা প্রচারণা পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বদা খুঁজে পাবো।

★উপদেষ্টা ০৪(চার)জনঃ

এই চার সংখ্যাটি সর্বদা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চার জন সহযোদ্ধা-সহচর অর্থাৎ জাতীয় চার নেতা যথাক্রমে – সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ,ক্যাপ্টেন মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান; বঙ্গবন্ধু’র নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের এই চারজন সংগঠকের কথা আমাদেরকে স্বরণ করিয়ে দেবে।

★কেন্দ্রীয় কমিটি ৭৫(পঁচাত্তর)সদস্য বিশিষ্টঃ

এই পঁচাত্তর সংখ্যাটি জাতীয় শোক দিবস তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে ১৯৭৫ সালের ১৫ই আগোস্ট নৃশংসভাবে শহীদ করা হয়েছিল ; আমাদের সেই নির্মম বর্বরতাকে স্বরণ করিয়ে দেবে।

★জেলা কমিটি ৭১(একাত্তর) সদস্য বিশিষ্টঃ

এই একাত্তর সংখ্যাটি সর্বদা আমাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথাকে স্বরণ করিয়ে দেবে।যে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উপহার দিয়েছেন মহান স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

★মহানগর কমিটি ৬৯(ঊনসত্তর) সদস্য বিশিষ্টঃ

এই ঊনসত্তর সংখ্যাটি সর্বদা আমাদের স্বরণ করিয়ে দেবে- ১৯৬৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক আবিষ্কৃত বাঙালী জাতির মুক্তির সনদ তথা ছয় দফা;ছয় দফা ভিত্তিক আন্দোলনকে,গণঅভ্যুত্থানকে এবং আমাদের স্বরণ করিয়ে দেবে জাতির জনকের ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারী লাখো জনতার উপস্থিতিতে “বঙ্গবন্ধু ” উপাধিতে ভূষিত হওয়ার ইতিহাসকে।

★থানা কমিটি ৫৫(পঞ্চান্ন) সদস্য বিশিষ্টঃ

এই পঞ্চান্ন সংখ্যাটি সর্বদা আমাদের স্বরণ করিয়ে দেবে আওয়ামী মুসলিম লীগের গোড়াপত্তন ১৯৪৯সালের ২৩শে জুন তারিখ পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৫৫ সালে “মুসলিম ” শব্দটি বাদ দিয়ে সার্বজনিন রাজনৈতিক সংগঠনের উপযোগী করে “আওয়ামী লীগ” রুপে প্রকাশের ইতিহাসকে।

★পৌরসভা কমিটি ৫২(বায়ান্ন) সদস্য বিশিষ্টঃ

এই বায়ান্ন সংখ্যাটি সর্বদা আমাদের স্বরণ করিয়ে দেবে ১৯৫২সালের মহান বাংলা ভাষা আন্দোলনকে।যে মহান ভাষা আন্দোলনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা-
রাষ্ট্রভাষা-বাংলাভাষা।
আমরা গর্বিত, আমরা বাঙালী।

★ওয়ার্ড( মহানগর / পৌর/ইউনিয়ন)কমিটি ৩৪(চৌত্রিশ) সদস্য বিশিষ্টঃ

এই চৌত্রিশ সংখ্যাটি সর্বদা আমাদের স্বরণ করিয়ে দেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৩৪(চৌত্রিশ) বছর বয়সে এশিয়া মহাদেশের ঐতিহাসিক ও প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

★জয় বাংলা;জয় বঙ্গবন্ধু;জয়তু শেখ হাসিনা★