• ⭐⭐ মুজিববাদ মুক্তি পাক ⭐ জঙ্গিবাদ-মৌদুদীবাদ নিপাত যাক ⭐⭐ ⭐⭐ Get rid of Mujibism ⭐ Let Militantism and Maududiism die ⭐⭐

মহান স্বাধীনতার মূলনীতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের আলোকে গবেষণালব্ধ মহান স্বাধীনতার চারটি মূলনীতি ঘোষণা করেন। স্বাধীনতার মূলনীতি সমূহ :

(১) বাঙালী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা।

(২) অসাম্প্রদায়িকতাঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাপবিত্র কুরআনুল কারীমের উপর গবেষণালব্ধ জ্ঞান পাণ্ডিত্য থাকায় তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক হওয়ায় বাঙালী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িকতা বাস্তবায়ন মর্মে স্বাধীনতার এ মূলনীতির ঘোষণা দেন।
মহা পবিত্র কুরআনে আল্লাহতায়ালা ঘোষণা করেন-
‘ইন্না হাজিহি উম্মাতুকুম ইম্মাতান ওয়াহিদা ওয়ানা রাব্বুকুম ফাত্তাকুন’।
(সূরা- মু’মিন, আয়াত-৫২)।
অর্থাৎ “নিশ্চয়ই তোমাদের এই জাতি এক জাতি; সুতরাং তোমরা আমাকে ভয় কর”।

মহা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখিত আয়াতের ঘোষণা অনুযায়ী উহার মর্মার্থ বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে কুরআনের নীতিমালা বাস্তবায়ন তথা মহান স্রষ্টার সৃষ্টি তত্ত্ব ও ঘোষণাকে বাস্তবে রূপায়ন করার লক্ষ্যে স্বাধীনতার উক্ত মূলনীতি দুইটি ঘোষণা দেন। উহা ধর্মপ্রাণ মানুষের জন্য অনুকরণীয় এবং পালনীয়।

“জাতি-সম্প্রদায়ে ভেদাভেদ নাইরে;
সকলকে দাঁড়াতে হবে কাঠগড়াই শেষ বিচারে”

(৩) সমাজ ভিত্তিক অর্থনীতি চালুকরণ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুরআনুল কারীমের নির্দেশনা ও তত্ত্ব অনুযায়ী সমাজ ভিত্তিক অর্থনীতি চালুকরণ নীতিমালা ঘোষণা করেন।
পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে:-
‘অফি আমওয়ালিহিম হাক্কুন লিস্সায়িলী ওয়াল মাহরুম”।
(সূরা যারিয়াত, আয়াত- ১৯)।
অর্থাৎ “তাদের অর্থাৎ বিত্তশালীদের সম্পদে অধিকার রয়েছে যার্চনাকারী এবং বঞ্চিতদের”।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত আয়াতের উপর বিশ্লেষণ ও গবেষণা পূর্বক যাহাতে সকল মানুষ তার সম-অধিকার ফিরে পায় এবং সুখে-দুঃখে সবাই এক শ্রেণিভূক্ত থাকতে পারে, সমাজে শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে তথা কুরআনুল কারীমের উল্লেখিত আয়াতের মর্মার্থকে বাস্তবে রূপ দিতে স্বাধীনতার উক্ত মূলনীতির ঘোষণা দেন। যাহা সমাজ জীবনে সম-অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় সকল মানুষের অবশ্যই পালনীয়।

“যদি কোন জাতি সম-অধিকার ফিরে পেতে চায়;
তবে সমাজভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার বিকল্প নাই।

(৪) ধর্ম নিরপেক্ষতা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা পবিত্র গ্রন্থ আল-কুরআনের নির্দেশনানুযায়ী সকল মানুষের পালনীয় ইসলামের সুনির্দিষ্ট নীতিমালার আঙ্গিকে স্বাধীনতার উক্ত নীতিমালা ঘোষণা দেন। মহা পবিত্র গ্রন্থ আল কুরআনে উল্লেখ আছে-
‘লাকুম দীনুকুম ওয়ালিইয়াদিন’।
(সূরা- কাফেরুন; আয়াত-০৬)।
অর্থাৎ “তোমাদের ধর্ম তোমাদের জন্য; আমার ধর্ম আমার জন্য”।

কুরআনুল কারীমের উক্ত আয়াতের মর্মার্থ বিশ্লেষণ পূর্বক মানুষকে ধর্ম পালনে উৎসাহিত করণের লক্ষ্যে এবং কুরআনের আয়াতের নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার উক্ত মূলনীতি ঘোষণা করেন। যাহা কুরআনুল কারীমের বিধান বাস্তবায়নে এবং সমাজে ভিন্ন ধর্মী মানুষের মাঝে বিবাদ-কলহ দূরীকরণে এবং ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠায় একমাত্র পালনীয় নীতিমালা।
পরিশেষে জ্ঞাতব্য বিষয়বস্তু হলো-
ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়; বরং অন্য ধর্মের প্রতি সহনশীলতা।

“ধর্মনিরপেক্ষতা, ধর্মান্ধতা নয়;
নিজ আচরী ধর্ম পরকে শেখায়।”